ভালোবাসার পূর্ণতায় ... সোনালী বিকেল

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

তানি হক
  • ৩৬
  • ৯৭৭
চোখের আঙিনা জুড়ে উদাসী প্রহর খেলা করে চুপি চুপি -
বিলাসী বাতাসের মৃদু চুম্বনে
শিহরিত নীল কৃষ্ণ চূড়ার বন -
তোমার আমার এই সোনালী বিকেল ...
বড় মধুময় -

ঠোঁট কাঁপানো কথার ফুলঝুরি...
রূপালী দাঁতের জানালায় আছড়ে পড়া
তোমার অকারণ হাসি
কাঁপা দৃষ্টির গোপন লুকোচুরিতে রক্তিম আমি ...
না জানি
কি অনুরাগে ভাসি ...।

ভালোবাসার নীপবনে হঠাৎ – অঝোর বৃষ্টি নামে
তোমার শ্বেত শুভ্র শরীরের মিষ্টি বকুল ঘ্রাণ
ছুঁয়ে যায় আমার এলো চুলের কোমল চিবুক

আমি থমকে যাই ... চমকে যাই !
ধোঁয়া ওঠা চায়ের মিষ্টি স্বাদে– জমাট বাঁধা অধর
কাঁপে গভীর অভিলাষে !

তোমার ওই উচ্ছল দুটি বাহু ছুঁয়ে
যে দীপ্র শরতের রঙিন রোদ্দুর
খেলা করে-
তা আমি সাজিয়ে দেবো
এই নয়ন জুড়ে ...
কাজল রঙা সান্দ্র স্বরে-

তুমি শুধু এক জীবনের এই অনুক্ষণে নয়!
অসীম জীবনের প্রতিটি হৃৎকম্পন
কান পেতে শুনে নিও –
হৃদয় পৃথিবীর নবীন বিকেল গুলোও যে
ওই প্রেমময় আঁখির গাড় আলিঙ্গনের
অপেক্ষায় রবে !!! কাল – নিরবধি ...।

তোমার স্বপ্ন বৃক্ষের বাঁকল জুড়ে
যে ম্রিয়মাণ নক্ষত্রের আলোক ছটা খেলা করে
তা আমি এই অনঘ হৃদয়ের দীপিত উল্লাসে
প্রোজ্জ্বল করে দেবো ...
কাল ...থেকে মহাকাল-
তোমার ক্ষণ প্রভ সব ক্ষুদ্র-ক্ষুদ্র দুঃখ কণা
ভাসিয়ে দেবো – তরঙ্গ বহমান সুখের
ঘূর্ণি স্রোতে-

তুমি শুধু মৃদু আবেগে
অনুভব করে নিও-
এই ব্যাকুল হৃদয়ের শঙ্খ নিনাদ -
তাহলেই মুছে যাবে
সমস্ত বেদনার নীলাভ আলপনা -
সপ্তসুরে আন্দোলিত হবে
তোমার সকল শোক-তাপ
প্রস্ফুটিত হবে অদীপ সন্ধ্যা
প্রবল ভালোবাসার দীপ্রতায়-

নিখিলের সব উল্লাসিত সুখ
অনুরণিত হয়ে ঝরে পড়বে
স্বপ্ন উদ্যানে -
জীবনের প্রতিটি সোনালী বিকেল
প্রলিপ্ত হবে... প্রসিক্ত হবে
প্রাণারাম প্রেমও সজীবতায়...।

তুমি জেনে রেখো
তুমি সাক্ষী থেকো ।।

প্রাণপ্রতিম প্রিয়তম আমার!!
আমি যে তোমায় পাশে চাই
তুমি সঙ্গে থেকো !
কাল থেকে চির কাল ...।




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইব্রাহীম রাসেল বাহ মন ভরে গেলো
ধন্যবাদ আপনাকে রাসেল ভাই
আবু আফজাল মোহা: সালেহ খুব ভালো কবিতা
ধন্যবাদ আবারো ও
ওয়াহিদ মামুন লাভলু ভাল লিখেছেন।
ধন্যবাদ আপনাকে
হিমেল চৌধুরী খুব ভালো একটি কবিতা। লেখার ভবিষ্যত আরো উজ্বল হোক। এই কামনা।
ধন্যবাদ হিমেল ভাই । আপনার মতামত প্রেরণা হয়ে থাকবে
জালাল উদ্দিন মুহম্মদ তুমি সঙ্গে থেকো ! কাল থেকে চির কাল ...। -------- অসাম!
অনেক অনেক ধন্যবাদ জালাল ভাই
নাজমুল হুদা রূপালী রোদের জানালা ...অসাধারণ
ধন্যবাদ নাজমুল ভাই
Lutful Bari Panna থমকে গেলাম, চমকে গেলাম তানি। তোমার হাতটি ক্রমেই দূরন্ত হয়ে উঠছে।
পান্না ভাই ... আপনার ভালো লাগায় ... অনেক অনেক প্রেরণা পেলাম ... ধন্যবাদ ভাইয়া
আরমান হায়দার আবৃত্তি করার মত সুন্দর কবিতা। লেখাটিতে বড় লেখকের প্রতিচ্ছবি আছে।
অনেক অনেক ধন্যবাদ হায়দার ভাই
মোঃ আক্তারুজ্জামান নিখিলের সব উল্লাসিত সুখ /অনুরণিত হয়ে ঝরে পড়বে/ স্বপ্ন উদ্যানে - - চমৎকার কথামালা।
ধন্যবাদ ও শুভেচ্ছা আখতারুজ্জামান ভাই

০৯ সেপ্টেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৫০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪